কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৯ মার্চ, ২০২২ এ ০৫:৩৮ PM
কন্টেন্ট: পর্যটন স্পট
বহুল আলোচিত ঐতিহাসিক শিমুল গাছের আনুমানিক বয়স কেউ ধারনা দিতে পারেনা গ্রামের বৃদ্ধ লোকেরা বলে তারা নাকি ছোট কাল থেকেই গাছটিকে এই অবস্থায় দেখতেছে কেউ কেউ বলে গাছটির বয়স 300 বছর আবার কেউ বলে 500 বছর। গাছটি কি রকম দেখতে তা কাউকে বলে ধারনা দেয়া যাবেনা নিজে চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না ।