নকলা উপজেলা পরিষদের ডিসেম্বর/১১ মাসের সভার কার্যবিবরণী :
সভাপতি : শাহ্ মো: বোরহান উদ্দিন
চেয়ারম্যান
উপজেলা পরিষদ,
নকলা- উপজেলা ।
সভার স্থান : উপজেলা পরিষদ সভা কক্ষ ।
সভার তারিখ ও সময় :২৫/০১/২০১২ খ্রি:, সকাল- ১১.০০ ঘটিকা ।
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন । সভাপতির অনুমোদন ক্রমে উপজেলা নির্বাহী অফিসার সভার কাজ পরিচালনা করেন। এর পর সভার পূর্ববতী সভার কার্য বিবরণী পাঠ করে শুনানো হয়। এতে কোন রুপ সংশোধনী না থাকায় সর্বসম্মতি ক্রমে তা সভায় অনুমোদিত হয়। অত:পর নিম্ন বণিত বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বিভাগীয় কার্যক্রম আলোচনা :
১।কৃষি বিভাগ :
উপজেলা কৃষি কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগের কর্মকান্ড স্বাভাবিক ভাকে চলছে। উপজেলায় সারের কোন সংকট নেই। সার বিতরণ কার্যক্রম সঠিক ভাবে চলছে। মৌসুমে যাতে ন্যায় মূল্য সার পায় তার প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য সভায় বিস্তারিত আলোচনা হয়।
সিদ্ধান্ত :সার বিতরণ কার্যক্রম সঠিক ভাবে তদারকি করতে হবে।
বাস্তবায়নে :উপজেলা কৃষি কর্মকর্তা, নকলা, শেরপুর।
২।যুব উন্নয়ন :
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, যুবকদের আত্নকর্মসংস্থানের জন্য ঋণ খাতে মোট বরাদ্দকৃত টাকার পরিমান- ২৩,১৮,৮০০/- মোট বিতরন কৃত টাকার পরিমান- ৭৯,০০,০০০/- আদায়ে যোগ্য টাকার পরিমাণ- ৭২,০৭,৪০৩/- আদায়কৃত টাকার পরিমান- ৫০,০৫,৯৪৩/- আদায়ের হার- ৭০%।
সিদ্ধান্ত :আদায়ের হার বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বাস্তবায়নে :উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নকলা, শেরপুর।
৩।উপজেলা খাদ্য বিভাগ :
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সভায় জানান যে, বর্তমানে আমন ধান সংগ্রহ অভিযান চলছে। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন।
সিদ্ধান্ত :আমন ধান সংগ্রহ অভিযোগের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
বাস্তবায়নে :উপজেলা খাদ্য, নকলা, শেরপুর।
৪।উপজেলা শিক্ষা বিভাগ :
উপজেলা শিক্ষা অফিসার সভায় জানান যে, এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৯.৯%। এত সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
সিদ্ধান্ত :প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের এ হার অব্যাহত রাখতে হবে।
বাস্তবায়নে :উপজেলা শিক্ষা অফিসার, নকলা, শেরপুর।
৫।উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ :
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানান যে, নকলা ইউনিয়ন প:প: অফিসের সীমানা চিহ্নত করা প্রয়োজন। প্রতিমাসে ১ বার করে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণকে নিয়ে সভা করার বিষয়ে সভায় করার এবং ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে কীটবক্স খোলার বিষয়ে আলোচনা হয়।
সিদ্ধান্ত :সরকারী সার্ভেয়ার দ্বারা নকলা ইউনিয়ন প:প: অফিসের সীমানা চিহ্নিত করতে হবে এবং প্রতিমাসে ১বার করে জনসংখ্যা নিয়ন্ত্রণ কমিটির সভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণকে নিয়ে সভা করতে হবে।
বাস্তবায়নে :উপজেলা প: প: অফিসার, নকলা, শেরপুর।
৬।উপজেলা সমাজ সেবা বিভাগ :
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সভায় জনান যে, সকল ভাতা বিতরণ কার্যক্রম সঠিকভাবে চলছে। এ বছর নতুন ৩১ জন মুক্তিযোদ্ধাদের সম্মানী ষাতা প্রদান করা হয়েছে। আরো ৬ জন মুক্তিযোদ্ধার ভাতা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সিদ্ধান্ত :সরকারী নীতিমালা মোতাবেক ভাতা ভোগী সঠিক ভাবে বাছাই করতে হবে।
বাস্তবায়নে :উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, নকলা, শেরপুর।
চলমান পাতা- ০২
৭।উপজেলা প্রকৌশলী বিভাগ :
উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। তিনি সভায় জানান যে, ২০১১-২০১২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) এর আওতায় নকলা উপজেলায় ১ম, ২য় কিস্তিতে প্রাপ্ত বরাদ্দ ৩১,৩০,০০০/- টাকা এবং ৩য় ও ৪র্থ কিস্তিতে সম্ভাব্য বরাদ্দ ৩১,৩০,০০০/- টাকার বিপরীতে নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়রম্যান্ এর নিকট হতে ইউনিয়ন পরিষদের এর রেজুলেশন সহ প্রকল্প উপজেলা পরিষদের পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রস্তাব করেছেন। দাখিল ও যাচাইকৃত প্রকল্প গুলো উপজেলা প্রকৌশলী সাহেব পাঠ করে সকলকে অবহিত করেন। প্রকল্প গুলো যাচাই বাছাই করে ১৬টি প্রকল্প কমিটির মাধ্যামে এবং অবশিষ্ট গুলি দরপত্র আহবায়নের মাধ্যমে সর্বসম্মতিক্রমে বাস্তাবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকল্পগুলি নিন্ম রুপ :
ক্র.নং | প্রকল্পের নাম | প্রকেল্পের সভাপতির নাম |
০১ | নকলা উপজেলাধীন ৯টি ইউনিযনের দরিদ্র পরিবারের মাঝে নলকূপ স্থাপন। | মো: হাফিজুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নকলা। |
০২ | নকলা উপজেলাধীন ৯টি ইউনিযনের দরিদ্র পরিবারের মাঝে নলকূপ স্থাপন। | সৈয়দা উম্মে কুলসুম রেনু মহিল ভাইসচেয়ারম্যান, উপজেলা পরিষদ, নকলা। |
০৩ | ১নং গনপদ্দী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ। | মো: শামছুর রহমান, চেয়ারম্যান, ১নং গণপদ্দী ইউনিয়ন পরিষদ। |
০৪ | ১নং গনপদ্দী ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ১'-0" ডায়া রিং কালভার্ট স্থাপন। | মোজার আলী, ইউনিয়ন পরিষদ সদস্য। |
০৫ | ২নং নকলা ইউনিয়নের বিভিন্ন স্থানে নলকূপ স্থাপন। | মো: আনিসুর রহমান সুজা, চেয়ারম্যান, ২নং নকলা ইউনিয়ন পরিষদ। |
০৬ | ২নং নকলা ইউনিয়নের বিভিন্ন ১'-0" ডায়া রিং কালভার্ট স্থাপন। | ছামেনা বেগম, ইউনিয়ন পরিষিদ সদস্য। |
০৭ | ৩নং উরফা ইউনিয়নের বিভিন্ন স্থানে নলকূপ স্থাপন। | মোছা: জেসমিন বেগম, ইউনিয়ন পরিষদ সদস। |
০৮ | ৩নং উরফা ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ১'-0" ডায়া রিং কালভার্ট স্থাপন। | বকুল বেগম, ইউনিয়ন পরিষদ সদস্য। |
০৯ | ৪নং গৌড়দ্বার ইউনিয়নের বিভিন্ন স্থানে নলকূপ স্থাপন। | মো: খোরশেদ আলম, ইউনিয়ন পরিষদ সদস্য। |
১০ | ৫নং বানেশ্বর্দী ইউনিয়নের বিভিন্ন স্থানে নলকূপ স্থাপন। | জুলেখা বেগম, ইউনিয়ন পরিষদ সদস্যা |
১১ | ৫নং বানেশ্বর্দী ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ১'-0" ডায়া রিং কালভার্ট স্থাপন। | মোজা মিয়া, ইউনিয় পরিষদ সদস্য। |
১২ | ৬নং টাঠাকাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে নলকূপ স্থাপন। | মো: আব্দুল হক, চেয়ারম্যান, ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ। |
১৩ | ৭নং টালকী ইউনিয়নের বিভিন্ন স্থানে নলকূপ স্থাপন। | মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল, চেয়ারম্যান, ৭নং টালকী ইউনিয়ন পরিষদ। |
১৪ | ৮নং চরঅষ্টধর ইউনিয়নের বিভিন্ন স্থানে নলকূপ ও স্যানিটারী ল্যাট্রিন স্থাপন। | আক্রাম হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য। |
১৫ | ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ১'-0" ডায়া রিং কালভার্ট স্থাপন। | সাজু সাঈদ ছিদ্দিক চেয়ারম্যান, ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ। |
১৬ | চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বের বিদ্যালয় ঘরের ছাদ ও ক্লাশ রুম পুন:সংস্কার। | কল্পনা বেগম, ইউনিয়ন পরিষদ সদস্য । |
উল্লেখ্য যে, এডিপি যাচাই বাছাই কমিটি দ্বারা বাকী প্রকল্প গুলো যাচাই বাছায়ান্তে প্রাক্কলন প্রস্তুত পূর্বক দরপত্র আহবানের মাধ্যমে কাজ গুলি বাস্তবায়নের জন্য সর্বসম্মতিক্রমে গ্রহীত হয়। প্রকল্প গুলি বাস্তবায়নের স্বর্থে বিবিধ ও তদারকী কর্মকর্তাদের আনুষঅংগিক ব্যয় বরাদ্দকৃত টাকা হেইতে ১.৫% হিসাবে ব্যয় করা যেতে পারে। প্রাক্কলন প্রস্তুত পূর্বক দরপত্র আহবায়নের মাধ্যামে কাগুলি আস্তাবায়নের জন্য সভায় সতামত প্রকাশ করা হয়।
সিদ্ধান্ত :জরুরী ভিত্তিতে এডিপি কাজ বাস্তবায়ন করতে হবে।
বাস্তবায়নে :১। উপজেলা প্রকৌশলী, এলজিইডি, নকলা, শেরপুর।
২। চেয়ারম্যান (সকল) ইউনিয়ন পরিষদ, নকলা, শেরপুর ।
চলমান পাতা- ০৩
৮।উপজেলা পরিসংখ্যান বিভাগ :
উপজেলা পরিসংখ্যান অফিসার সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম সঠিকভাবে চলছে । আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট প্রকাশের প্রকিয়া চলছে ।
সিদ্ধান্ত :বিভাগীয় কার্যক্রম নিশ্চিত করতে হবে।
বাস্তবায়নে :উপজেলা পরিসংখ্যঅন অফিসার, নকলা, শেরপুর।
৯।উপজেলা সত্স্য পরিসংখ্যান বিভাগ :
উপজেলা মত্স্য অফিসার সভায় জানান যে, তার বিভাগের সত্স্য চাষীদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে ।
সিদ্ধান্ত :জনগণের চাহিদা পূরণে সত্স্য উত্পাদন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে ।
বাস্তবায়নে :উপজেলা মত্স্য অফিসার, নকলা, শেরপুর ।
১০।উপজেলা প্রাণী সম্পদ বিভাগ :
উপজেলা প্রাণী সম্পদ অফিসার সভায় জানান যে, ইউনিয়ন পর্যায়ে প্রজন্ন কেন্দ্র মেরামত করা প্রয়োজন ।
সিদ্ধান্ত :ইউনিয়ন প্রজন্ন কেন্দ্র নিয়মিত খোলা রাখা এবং ইউনিয়ন পরিষদের সভায় প্রতিনিধি উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে ।
বাস্তবায়নে :উপজেরা প্রাণিসম্পদ অফিসার, নকলা, শেরপুর।
১১।উপজেলা স্বাস্থ্য বিভাগ :
উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার সভায় জানান যে, নকলা হাসপাতাল ৩০ থেকে ৪০ শয্যায় উন্নীত করা হয়েছে । কমিউনিটি ক্লিনিকে কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে । কমিটি গঠনের প্রক্রিয়া চলছে । সভায় হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয ।
সিদ্ধান্ত :হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
বাস্তবায়নে :উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার, নকলা, শেরপুর ।
১২।উপজেলা আনসার ভিডিপি বিভাগ :
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সভায় জানান যে, ভিডিপি সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে ।
সিদ্ধান্ত :ভিডিপি সদস্যদের আইন শৃংখলা বিষয়ে তত্পর থাকতে হবে ।
বাস্তবায়নে : উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, নকলা, শেরপুর ।
১৩। উপজেলা সমাবায় বিভাগ :
উপজেলা সমবায় অফিসার সভায় জানান যে, সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্পের সুষ্ঠূভাবে চলছে । ২টি আশ্রায়ণ প্রকল্পে ৪৮টি পরিবারকে ঋণ দেয়া হয়েছে ।
সিদ্ধান্ত :ঋণ আদায়ের বিষয়ে তত্পর থাকত হবে ।
বাস্তবায়নে :উপজেলা সমবায় অফিসার, নকলা, শেরপুর ।
১৪। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ :
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সভায় জানান যে, ২০১২ সালে ২টি ভ্যেনুতে মোট- ১৭৬১ জন ছাত্র/ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে । এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন ।
সিদ্ধান্ত :নকলা মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ থাকতে হবে ।
বাস্তবায়নে :উপজেলা নির্বাহী অফিসার/ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার/ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নকলা, শেরপুর।
চলমান পাতা- ০৪
১৫। উপজেলা মহিলা বিষয়ক বিভাগ :
উপজেলা মহিলা বিষয়ক অফিসার সভায় জানান যে, তার বিভাগের মহিলাদের প্রশিক্ষাণের কার্যক্রম চলছে ।
সিদ্ধান্ত :প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্নকর্মসংস্থান করে তোলার প্রচেষ্টা করতে হবে।
বাস্তবায়নে :উপজেলা মহিলা বিষয়ক অফিসার, নকলা, শেরপুর ।
১৬। বিএডিসি বিভাগ :
সিনি: সহকারী পরিচালক সভায় জানান যে, আমনবীজ সংগ্রহের কাজ চলছে । তবে আবহাওয়ার কারণে আমান বীজ শুকানো সমস্যা হচ্ছে ।
সিদ্ধান্ত :আমনবীজ শুকানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ।
বাস্তবায়নে :সিনি: সহকারী পরিচালক, বিএডিসি, নকলা, শেরপুর ।
১৭। বিআরিডিসি বিভাগ :
সভঅয় জানান যে, তার বিভগের মাধ্যমে একটি বাড়ী একটি খামার প্রকল্পের কাজ চলছে । এবিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন ।
সিদ্ধান্ত :একটি বাড়ী একটি খামার প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে ।
বাস্তবায়নে :উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, নকলা, শেরপুর ।
১৮।বিডিবিএফ বিভাগ :
শাখা ব্যবস্থাপক সভায় জানান যে, তার বিভাগের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র প্রকল্পের ঋণ বিতরণ ও আদায়ের কাজ চলছে । আদয়ের হার সন্তোষজনক ।
সিদ্ধান্ত :১০০% ঋণ আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে ।
বাস্তবায়নে :শাখা ব্যবস্থাপক, বিডিপিএফ, নকলা, শেরপুর ।
১৯।কৃষি ব্যাংক :
কৃষি ব্যাংকের ম্যানেজার সভঅয় জানান যে, কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষদের মাঝে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম চলছে । এবিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন ।
সিদ্ধান্ত : সুষ্ঠুভাবে ঋণ বিতরণ ও আদায় করতে হবে ।
বাস্তবায়নে : ম্যানেজার, কৃষি ব্যাংক, নকলা, শেরপুর ।
২০।হাট/বাজার উন্নয়ন :
উপজেলা প্রকৌশলী ও চেয়ারম্যান, পাঠাকাটা, চরঅষ্টধর, চন্দ্রকোনা ইউপি সভায় জানান যে, গত ২২/০৯/২০১১ খ্রি: তারিখের উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ১৪১৮ বাংলা সনের হাট/বাজার ইজারালব্দ আয় হতে পাঠাকাটা, নারায়খোলা ও চন্দ্রকোনা বাজারের উন্নয়নের জন্য নিম্নবর্ণিত প্রকল্পগুলোর প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে যা অনুমোদ করা প্রয়জোন ।
১। পাঠাকাটা হাট-বাজারের উত্তর পশ্চিম পার্শ্বের ড্রেন পুন: নির্মান ।
২। পাঠাকাটা হাট-বাজারের পশ্চিম বার্শ্বের ড্রেন নির্মান প্রকল্প ।
৩। পাঠাকাটা হাট-বাজারের উত্তর পশ্চিম পার্শ্বের গর্ত ভরাট প্রকল্প ।
৪। পাঠাকাটা হাট-বাজারের লেট্রিন সংস্কার প্রকল্প ।
৫। পাঠাকাটা হাট-বাজারের অফিস ঘরের আসবাব পত্র ক্রয় প্রকল্প ।
৬। পাঠাকাটা হাট-বাজারের অসমাপ্ত পাঁকা ঘর সংস্কার প্রকল্প ।
৭। নারায়খোলা হাট-বাজারের ড্রেন নির্মাণ প্রকল্প ।
৮। নারায়নখোলা হাট-বাজারের সেড সংস্কার প্রকল্প ।
৯। চন্দ্রকোনা হাট-বাজারের পানি নিষ্কাশনের জন্য পাকা ড্রেন ও সাব নির্মাণ প্রকল্প ।
১০। চন্দ্রকোনা হাট-বাজারের শ্যামলের দোকান হতে পাকা রাস্তার শেষ সীমানা পর্যন্ত রাস্তায় বালি ভারাট প্রকল্প ।
সিদ্ধান্ত :উক্ত প্রকল্পসমূহ সভায় অনুমোদিত হয় ।
বাস্তবায়নে :উপজেলা প্রকৌশলী/চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ।
চলমান পাতা- ০৫
২১। পরিবার পরিকল্পনা বিভাগ :
উপজেলা প: প: অফিসার সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাকিভাবে চলছে । ইউনিয়ন চেয়ারম্যানগণ জানান, বার বার বলা সত্বেও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সভা নিয়মিত হচ্ছে না এবং স্কীটবক্স গুলোও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উপস্থিতিতে খোলা হচ্ছে না ।
সিদ্ধান্ত :ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সভা নিয়মিত করতে হবে এবং স্কীট বক্সগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাদের উপস্থিতিতে খুলতে হবে ।
বাস্তবায়নে :উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, নকলা, শেরপুর ।
২২।উপজেলার ব্যায় বাবদ :
উপজেলা নির্বাহী অফিসার সভায় যে, জুলাই/১১ হতে ২৪ ডিসেম্বর/১১ মাস পর্যন্ত উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে নিম্নোক্ত অর্থসমূহ ব্যয় করা হয়েছে যা অনুমোদান প্রয়োজন :
১। জুলাই/১১ মাসের আপ্যায়ন বাবদ | - ৫,০০০/- টাকা । |
২। উপজেলা পরিষদের ইলেট্রিক্যাল মালামাল ক্রয় বাবদ | - ১৬,২০৪/- টাকা । |
৩। পাবলিক লাইব্রেরী বিতর্ক প্রতিযোগিতা বাবদ জেলা প্রশাসককে প্রদান | - ১০,০০০/- টাকা । |
৪। মেঘনা কোয়াটারের পানির ট্যাংকি ও অন্যান্য মালামাল ক্রয় বাবদ | - ১২,৫২৫/- টাকা । |
৫। আগস্ট/১১ মাসের আপ্যায়ন বাবদ | - ৫,০০০/- টাকা । |
৬। উপজেলা পরিষদের বিভিন্ন মালামাল ক্রয় বাবদ | - ৬,৬৩৭/- টাকা । |
৭। সেপ্টেম্বর/১১ মাসের আপ্যায়ন বাবদ | - ৫,০০০/- টাকা । |
৮। উপজেলা পরিষদের চেয়ারম্যান কক্ষের বৈদ্যুতিক কাজ ও রং করণ বাবদ | - ১৫,০০০/- টাকা । |
৯। উপজেলা কমিউনিটি ই-সেন্টারের মেরামত কাজ বাবদ | - ৯,৯৫০/- টাকা । |
১০। অক্টোবর/১১ মাসের আপ্যায়ন বাবদ | - ৫,০০০/- টাকা । |
সিদ্ধান্ত :উক্ত ব্যয়সমূহ সভায় অনুমোদিত হয় ।
বাস্তবায়নে :উপজেলা নির্বাহী অফিসার, নকলা, শেরপুর ।
অত:পর আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভায় সমাপ্তি ঘোষনা করেন ।
(শাহ্ মো: বোরহান উদ্দিন)
চেয়ারম্যান, উপজেলা পরিষদ
নকলা, শেরপুর ।
স্মারক নং- উনিঅ/নকলা/সা:/৫৫(৫০) তারিখ: ২০/০২/২০১২ খ্রি:।
অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো :
১। জেলা প্রশাসক, শেরপুর ।
২। উপজেলা ........................... অফিসার, নকলা, শেরপুর ।
৩। চেয়ারম্যান, .................................... ইউনিয়ন পরিষদ, নকলা, শেরপুর ।
৪। জনাব ...........................................
(মো: হানিফ উদ্দীন)
উপজেলা নির্বাহী অফিসার
নকলা, শেরপুর ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS