এক নজরে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম
উপজেলা ক্রীড়া সংস্থা
নকলা, শেরপুর।
কার্য নির্বাহী কমিটি
ক্রমিক নং | নাম ও পদবী | কমিটির পদবী |
১ | চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নকলা, শেরপুর | উপদেষ্টা |
২ | উপজেলা নির্বাহী অফিসার | সভাপতি |
৩ | চেয়ারম্যান, ১ নং গনপদ্দী ইউপি, নকলা, শেরপুর। | সহ-সভাপতি |
৪ | উপজেলা প্রকৌশলী, নকলা, শেরপুর। | সহ সভাপতি |
৫ | জনাব আ: মতিন আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ, নকলা, শেরপুর। | সহ সভাপতি |
৬ | জনাব মো: লুতফুর রহমান, প্রভাষক, হাজী জাল মামুদ কলেজ, নকলা, শেরপুর। | সহ সভাপতি |
৭ | জনাব মোঃ সাদেকুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ,নকলা, শেরপুর | সাধারণ সম্পাদক |
৮ | জনাব এফএম ফারুকুজ্জামান ফারুক, বিশিষ্ট ক্রীড়াবিদ,নকলা, শেরপুর | যুগ্ম সাধারণ সম্পাদক |
৯ | জনাব মোঃ সোহেল রানা, বিশিষ্ট ক্রীড়াবিদ,নকলা, শেরপুর | যুগ্ম সাধারণ সম্পাদক |
১০ | জনাব মহিদুল ইসলাম, নকলা, শেরপুর | কোষাধ্যক্ষ |
১১ | উপজেলা শিক্ষা অফিসার, নকলা, শেরপুর। | সাধারণ সদস্য |
১২ | উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নকলা, শেরপুর। | সাধারণ সদস্য |
১৩ | ভারপ্রাপ্ত কর্মকর্তা,নকলা থানা নকলা, শেরপুর। | সাধারণ সদস্য |
১৪ | উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, নকলা, শেরপুর। | সাধারণ সদস্য |
১৫ | উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা, নকলা, শেরপুর। | সাধারণ সদস্য |
১৬ | শাহ্ মোঃ ফুয়াদ হোসেন, ক্রীড়াবিদ, নকলা, শেরপুর। | সাধারণ সদস্য |
১৭ | জনাব মোঃ শহীদুল ইসলাম, কৃষ্ণপুর, নকলা, শেরপুর। | সাধারণ সদস্য |
১৮ | শরীর চর্চা শিক্ষক, হাজী জালমামুদ কলেজ, নকলা, শেরপুর। | সাধারণ সদস্য |
১৯ | শরীর চর্চা শিক্ষক, চৌধুরী ছবরুন্নেছা কলেজ, নকলা, শেরপুর। | সাধারণ সদস্য |
২০ | জনাব রেহান, শরীর চর্চা শিক্ষক, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়, নকলা, শেরপুর। | সাধারণ সদস্য |
২১ | মোছা: হাছিনা পারভীন, নকলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নকলা | সাধারণ সদস্য |
২২ | জনাব মোঃ রফিকুল ইসলাম, নকলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নকলা, শেরপুর। | সাধারণ সদস্য |
বিনোদন উৎসব সংক্রান্ত তথ্যাদি :
চড়ক মেলা :হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা উপলক্ষ্যে প্রতি বছর ৩০ চৈত্র মাসে চড়ক মেলা অনুষ্ঠিত হয়। লোক মুখে শোনা যায় বহু আগে থেকেই এই মেলার গনপদ্দী পোদ্দার বাড়ীর নিকটে অনুষ্ঠিত হয়ে আসছে। উক্ত চড়ক মেলা উপলক্ষ্যে লোকজন রঙ বেরঙ্গের নানা রকম দ্রব্য সামগ্রীর পসড়া সাজিয়ে বসে। চড়ক গাছের তৈরী নাগর দোলা এই মেলার অন্যমত প্রধান আকর্ষণ। উক্ত মেলা মূলত হিন্দু ধর্মাবলম্বীদের অায়োজন হলেও মুসলমানসহ সব সম্প্রদায়ের লোকজন উক্ত মেলায় অংশ গ্রহণ করে থাকে। উক্ত মেলা উপলক্ষ্যে সমগ্র এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
স্বাধীনতা দিবস মেলা :বাংলাদেশের স্বাধীনতার দিবস ২৬ মার্চের দিন গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী স্বাধীনতা দিবস মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। লোক মুখে শোনা যায় অনেক অগে থেকেই উক্ত মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। উক্ত মেলা উপলক্ষ্যে বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে লাঠি বাড়ি খেলা, সাইকেল দৌড়, ঘোড়া দৌড় প্রতিযোগিতা উল্লেখযোগ্য। উক্ত মেলা উপলক্ষ্যে ব্যপক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস