বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ জনপদের নাম শেরপুর। শেরপুর জেলার ঐতিহ্যবাহী ও অপার সম্ভাবনাময় উপজেলা নকলা। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলে মিলে নকলার উন্নয়নে ও সমৃদ্ধি-সাধনে সমন্বিতভাবে কার্যসম্পাদনে নিয়োজিত। ক্রীড়া-শিক্ষা-সংস্কৃতির সুনির্মল পরিবেশে অব্যাহত উন্নয়ন প্রচেষ্টায় নকলা শেরপুর জেলার সকল সাফল্যের উজ্জ্বল অংশীদার।
ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক সূচকে নকলা ঈর্ষণীয় অবস্থান তৈরি করেছে। মাদক, বাল্যবিয়ে, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে। এ উপজেলার অধিবাসীদের জীবনমান উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিবৃন্দ একযোগে কাজ করে যাচ্ছেন। তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণের দোড়গোড়ায় সরকারি বেসরকারি সেবা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নকলা উপজেলা অগ্রণী ভূমিকা পালন করছে।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ নকলা গড়াই আমাদের সকলের লক্ষ্য।
মোঃ জাহাঙ্গীর আলম
উপজেলা নির্বাহী অফিসার
নকলা , শেরপুর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস