৯নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ উপজেলা: নকলা জেলা:শেরপুর।
০১. ইউনিয়নের নাম : ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ ।
০২. ইউনিয়নের আয়তন : ২১.৫০বর্গ কিঃমিঃ।
০৩. ইউনিয়নের মোট খানার সংখ্যা : ৫৫৪৬ টি। (এপ্রিল/ ২০০৭ গ্রামাউস জরিপ অনুযায়ী )
০৪. ইউনিয়নের মোট লোকসংখ্যা : ২৫২১৪ জন, পুরম্নষ ১২৬৪১ জন, মহিলা ১২৫৭৩
জন,ধনীঃ ২৬ জন, মধ্যবিত্ত : ১২৬৮ জন, দরিদ্র : ২৩৩২ জন, হত দরিদ্র : ১৯২০ জন,
০৫. ইউনিয়নের ভূমিহীনের সংখ্যা : ৭০০ জন।
০৬. ইউনিয়নের ওয়ার্ডের সংখ্যা : ৯ টি ।
০৭. ইউনিয়নের মৌজার সংখ্যা : ১০ টি ।
০৮. ইউনিয়নের গ্রামের সংখ্যা : ১৬ টি।
ক্রমিক নং |
মহল্লার নাম |
ওয়ার্ড নং |
১ |
বাছুর আলগা উত্তর পাড়া |
১ |
২ | বাছুর আলগা দক্ষিন পাড়া |
২ |
৩ |
রামপুর |
৩ |
৪ |
চক বড়ই গাছি |
৪ |
৫ |
চর বেতমারী |
৫ |
৬ |
বালিয়াদি |
৬ |
৭ |
রঘুনাথপুর |
৭ |
৮ |
রঘুনাথপুর |
৮ |
৯ | জানকীপুর | ৯ |
১০ | চন্দ্রকোনা | ১০ |
১১ | রাণীগঞ্জ | ১১ |
১২ | বন্দরটেকি | ১২ |
১৩ | হুজুরীকান্দা | ১৩ |
১৪ | চরমধুয়া | ১৪ |
১৫ | চরমধুয়া নামা পাড়া | ১৫ |
১৬ | রেহার চর। |
০৯. ইউনিয়নের জনসংখ্যার হার : ২৩.৫% ( আদম শুমারী ২০০১ তথ্য অনুযায়ী ) ।
০১. ইউনিয়নের পুরম্নষের হার : ১৭.১ %।
০২. ইউনিয়নের মহিলা হার : ১৯.৪%।
১০. ইউয়িনয় পরিষদ ভবন : ১ টি।
১১. ইউনিয়ন পরিষদের সাবেক জন প্রতিনিধির সংখ্যা: ১৩ জন।
১২. আদায় কারীর সংখ্যা: ২ জন।
১৩. ইউনিয়নে সহকারী কৃষি কর্মকর্তা সংখ্যা: ৩ জন।
১৪. ইউনিয়নে সমাজ সেবা কর্মচারীর সংখ্যা: ১ জন।
১৫. তথ্য ও সেবা কেন্দ্রের সংখ্যা: ১টি।
১৬. তথ্য কেন্দ্রের উদ্যোগতার সংখ্যা : ২ জন।
১. মোঃ আবু বকর সিদ্দিক মিজান
২. মোঃ নাজমুল হক ( অতিরিক্ত উদ্যোগতা)
১৭. ইউনিয়নে পোষ্ট অফিসের সংখ্যা: ১টি।
১৮. ইউনিয়নে টি,এন,টি অফিসের সংখ্যা : ১টি।
১৯. ইউনিয়নে গ্রামীন ফোন ও টাওয়ারের সংখ্যা: ৩টি।
২০. ইউনিয়নে নিকাহ্ রেজিঃ অফিসের সংখ্যা: ১টি।
২১. ইউনিয়নে রাসত্মার সংখ্যা : ৪৫টি, পাকা রাসত্মা-১৮কি:মি:, কাচা রাসত্মা- ৭০কি:মি:।
২২. ইউনিয়নে পুকুরের সংখ্যা : ১৫৫ টি, সরকারী : ৫টি, মালিকানা:১৫০টি।
২৩. ইউনিয়নে খোয়ারের সংখ্যা : ১০টি।
২৪. ইউনিয়নে জলমহল/বিলের সংখ্যা : ৩টি।
২৫. ইউনিয়নে হাট-বাজারের সংখ্যা : ৪টি, বড়-একটি, ছোট-তিনটি।
২৬. ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র : ১ টি।
২৭. ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক সংখ্যা : ৩ টি।
২৮. ইউনিয়নে পুলিশ ফাড়ী সংখ্যা : ১ টি।
২৯. ইউনিয়নে তহসীল অফিসের সংখ্যা : ১টি।
৩০. ইউনিয়নে প্রাণী সম্পদ প্রজনন কেন্দ্রের সংখ্যা : ১ টি।
৩১. ইউনিয়নে স্বগওরিপ খাদ্য গুদামের সংখ্যা : ১ টি।
৩২. ইউনিয়নে জম্ম ও মৃত্যু রেজিঃ সংখ্যা :৭টি।
* জম্ম নিবন্ধন : ৬টি। * মৃত্যু নিবন্ধন : ১টি।
৩২. ইউনিয়নে ব্যাংকের সংখ্যা:- ২টি।
১. জনতা ব্যাংক চন্দ্রকোনা শাখা
২. গ্রামীন ব্যাংক চন্দ্রকোনা শাখা
৩৩ ইউনিয়নে ব্র্যাক অফিসের সংখ্যা : ১ টি ।
৩৪. ইউনিয়নে আশা সমিতি অফিসের সংখ্যা : ১ টি ।
৩৫. ইউনিয়নে আর্থিক বাৎসরিক বাজেট : ১,১৮,৬২,০৮৩ টাকা।
৩৬. ইউনিয়নে প্রবাসীদের সংখ্যা : ১০০ জন।
৩৭. ইউনিয়নে মুক্তিযোদ্ধার সংখ্যা : ৩৯ জন।
৩৮. ইউনিয়নে কবর স্থানের সংখ্যা : ১৩টি।
* সরকারী ৬টি। * বে-সরকারী ৭টি।
৩৯. ইউনিয়নে পাবলিক লাইব্রেরীর সংখ্যা : ১টি।
৪১. ইউনিয়নে শ্বশানের সংখ্যা : ১টি।
৪২. ইউনিয়নে ক্রিয়া ক্লাব / সাংস্কৃতিক সংগঠনের সংখ্যা: ৫টি। ।
৪৩. ইউনিয়নে মন্দিদের সংখ্যা : ৩টি।
৪৪. ইউনিয়নে আশ্রয় কেন্দ্রের সংখ্যা: ১টি।
৪৫. ইউনিয়নে মাজারের সংখ্যা: ৩টি।
৪৬. ইউনিয়নে ঈদগাহ মাঠের সংখ্যা: ৯টি।
৪৭. ইউনিয়নে মসজিদের সংখ্যা : ৫৫টি
৪৮. ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা : ৫৮ টি ।
০১. কলেজের সংখ্যা : ১টি।
০২. উচ্চ বিদ্যালয় : ১ টি।
০৩. বালিকা উচ্চ বিদ্যালয় : ১ টি।
০৪. নিম্ম মাধ্যমিক বিদ্যালয় : ১ টি।
০৫. সরকারী প্রাথমিক বিদ্যালয় : ১০ টি।
০৬. বেসরকারী বিদ্যালয় সংখ্যা: ৪ টি।
০৭. একাডেমী স্কুল সংখ্যা : ২ টি ।
০৮. এতিমখানা : ১ টি।
০৯. কমিনিটি স্কুল সংখ্যা : ১ টি।
১০. দাখিল মাদ্রাসা সংখ্যা : ৩ টি।
১১. হাফিজিয়া মাদ্রাসা সংখ্যা : ১ টি।
১২. ফুরকানিয়া মাদ্রাসা সংখ্যা : ৪ টি।
১৩. কেজি স্কুলের সংখ্যা : ৪টি।
১৪. শিশু আনন্দ স্কুলের সংখ্যা : ১৮ টি।
১৫. বয়স্ক স্কুলের সংখ্যা : ৫ টি।
১৬. শিশুকিশোর বিদ্যানিকেতন স্কুল সংখ্যা: ১টি।
৪৯. ইউনিয়নে মাটির অফিস ও স্কুলের সংখ্যা : ১টি।
৫০. ইউনিয়নে স্যানিটারী ল্যাট্রিনের সংখ্যা : ৫,৫৪৬ টি।
* স্বাস্থ্য সর্ম্মত ল্যাট্রিন: ৩,৫৮৯ টি।
* যৌথব্যবহার ল্যাট্রিন : ১,৭১১ টি।
* ঢাকনা ও গর্ত ল্যাট্রিন: ২৪৬ টি।
* অগ্রগতি শত করা : ৭০%
৫১. ইউনিয়নে হসত্মচালিত নককূপের সংখ্যা : পাকা- ৭৬৩টি, কাঁচা- ২৩৭৭ টি।
ব্যক্তিগত-৩০২২টি, সরকারী- ১১৮টি
সর্বমোট- ৩১৪০টি, স্বচ্ছল= ২৯৭৮টি অস্বচ্ছল= ১৬২টি
৫৭. জমির পরিমাণ : ৪৯০৪.৩০ একর।
০১. আবাদী জমি : ৩০০০.০০ একর।
০২. অনাবাদী জমি : ১৮০৪.৩০ একর।
০৩. খাস জমি : ১০০.০০ একর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস